নির্বাচনে সকল দলের অংশগ্রহণের আহ্বান:ওয়ার্কার্স পার্টির

    0
    230

    আমারসিলেট 24ডটকম,০৫অক্টোবর:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো নির্বাচনকালীন অন্তবর্তী সরকারের রূপরেখা সুনির্দিষ্টকরণ এবং নির্বাচনে সকল দলের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আজ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ৪ ও ৫ অক্টোবর দুদিনব্যাপী পলিটব্যুরোর সভায় পার্টির নির্বাচনী প্রস্তুতি চূড়ান্তকরণ করা হয়। পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে বিএনপি-জামাত জোটের অনড় অবস্থান নির্বাচনকেই অনিশ্চিত করে তুলেছে। বস্তুতঃ নির্বাচন নয় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে বানচাল করার লক্ষ্যে একটি সংঘাতময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।

    পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবে যুদ্ধাপরাধের বিচারের প্রদত্ত রায়সমূহকে অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়ে বলা হয় ঐ সকল রায়ে যুদ্ধাপরাধের প্রশ্নে জামাত ও তার ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতার বিষয়ও সুস্পষ্টভাবে প্রমাণিত। ফলে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত-শিবিরকে নিষিদ্ধ করাও জরুরি হয়ে পড়েছে। প্রস্তাবে জামাত-শিবিরসহ জঙ্গিবাদী সংগঠনসমূহের আর্থিক উৎস বন্ধের ব্যাপারে সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান হয়। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয় বিএনপি-জামাত নেতৃত্বাধীন আঠার দলীয় জোটের মুক্তিযুদ্ধ ও গণবিরোধী অবস্থানের বিপরীতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং সেই লক্ষ্যে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাম প্রগতিশীল শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান হয়।

    পলিটব্যুরো সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিক আলোচ্যসূচি উত্থাপন করেন। উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, কমরেড নুরুল হাসান, কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড শফিউদ্দিন আহমেদ, কমরেড শেখ হাফিজুর রহমান ভুইয়া, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড নুর আহমদ বকুল, কমরেড হাজেরা সুলতানা, কমরেড কামরূল আহসান প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি