নির্দলীয় সরকার নিয়েও সংলাপে সরকার রাজিঃতথ্যমন্ত্রী

    0
    258

    আমার সিলেট  24 ডটকম,০৫নভেম্বরঃ নির্দলীয় সরকার নিয়েও বিরোধী দলের সঙ্গে সংলাপে সরকার রাজি আছে বলে হাসানুল হক ইনু জানান। তবে সংলাপে বিরোধীদলের নেতাকে বলতে হবে নির্দলীয় সরকার কীভাবে আইনে পরিণত করা যায়? আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ।বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, দেশবাসী ও সরকারের পক্ষ থেকে আমি বেগম জিয়াকে আহ্বান জানাচ্ছি নাশকতা বন্ধ করুন। বৈধ সরকারকে অবৈধ বলবেন না। নির্দলীয় সরকার মানার শর্ত পরিহার করে খোলা মনে সংলাপে আসুন।ইসির উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন যদি মনে করে প্রশাসন পক্ষপাতিত্ব করছেন তা হলে ওইসব পদের কর্মকতাদের পরিবর্তন করতে পারে।