নিখোঁজ বিমান রহস্য উৎঘাটনে ৪০কোটি টাকা পুরস্কার ঘোষণা

    0
    223

    আমারসিলেট24ডটকম,০৯জুনঃ নিখোঁজ মালয়েশিয়ান বিমান বোয়িং এমএই ৩৭০ আজও এক রহস্য।বিশ্বের শক্তিশালী দেশেগুলোর সন্ধানকারী দলও আজ পর্যন্ত সফল হতে পারেননি এ রহস্য উৎঘাটনে।এমতাবস্থায় নিখোঁজ বিমানের যাত্রীদের পবিবার গুরুত্বপূর্ণ সংকেত সনাক্ত ওবিমান সংক্রান্ত তথ্য দেয়ার জন্য পাঁচ মিলিয়ন বা প্রায় ৪০ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে।
    আপনার কাছে যদি এমএইচ 370 মালয়েশিয়ার বিমান সম্পর্কে কোনো তথ্য থাকে তো আপনি ৪০ কোটি টাকা পেতে পারেন।

    নিখোঁজ হওয়ার তিন মাস পর বিমানের যাত্রীদের আত্মীয়দের মনে হয়েছে, বোয়িং777-200 এর অন্তর্ধান সম্পর্কে সত্য গোপন করা হচ্ছে। তারা মনে করছেন, এই পুরস্কার ঘোষণা করার পর এয়ারওয়েজ বা বিশ্বের সামরিক কেউ তথ্য দিতে এগিয়েআসতে পারেন।

    ‘পুরস্কার এমএইচ 370’ নিখোঁজ বিমানের সন্ধানদাতার এগিয়ে আসতে সাহায্য করবেবলে তারা মনে করেন। এই তহবিল ওয়েবসাইট Goindigo’ মাধ্যমে সংগ্রহ করা হবে।

    এই পুরস্কার ঘোষণা বিমানটির নিখোঁজ হওয়ার কারণ জানার জন্য অনুসন্ধানকারী বেসরকারি তদন্তকারী সংস্থাকে সাহায্য করবে।

    উল্লেখ্য,গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং বিমান ৩৭০ কুয়ালালামপুর থেকেবেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। বিমানে ২৩৯জন যাত্রী ছিল।সুত্রঃদৈনিক জাগরণ,হিন্দি।