নিখোঁজের ৩ দিনের মাথায় নদীতে ভেঁসে উঠল ৪ সন্তানের জনকের লাশ

0
313
জৈন্তাপুরে নিখোঁজের ৩ দিনের মাথায় সারী নদীতে ভেঁসে উঠল নিখোঁজ বিলালের মরদেহ ৷
জৈন্তাপুরে নিখোঁজের ৩ দিনের মাথায় সারী নদীতে ভেঁসে উঠল নিখোঁজ বিলালের মরদেহ ৷

রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে নিখোঁজের ৩ দিনের মাথায় সারী নদীতে ভেঁসে উঠল নিখোঁজ বিলালের মরদেহ ৷

বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪সন্তানের জনক বিলাল আহমদ (৪০)

বুধবার (২২ জুন ২০২২) সকাল ১১ টায় স্থানীয় নৌকা শ্রমিকরা সারী নদীর কামরাঙ্গী স্কুল ঘাট এলাকায় একটি লাশ বস্ত্রহীন ভেঁসে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান৷

এদিকে নদীর পানিতে লাশ ভেঁসে উঠার খবর পেয়ে নিখোঁজ চারিকাট ইউপির দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪সন্তানের জনক বিলাল আহমদ (৪০) পরিবার সহ এলাকাবাসী নদীর পাড়ে ছুটে আসেন লাশটি বিলালের সনাক্ত করেন৷ বিষয়টি চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিমকে জানালে তিনি পুলিশকে সংবাদ দেন৷

এদিকে সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে অধিকক্ত্বর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷

এলাকাবাসী জানান, ১৯ জুন রবিবার রাত হতে দক্ষিণ কামরাঙ্গীখেল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুহিব মিয়ার ছেলে ৪ সন্তানের জনক বিলাল আহমদ (৪০) নিখোঁজ হন ৷

তবে বিবস্ত্র অবস্থায় লাশ ভোঁসে উঠায় স্থানীয় বাসিন্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুকরা বলেন বিলাল সীমান্ত চোরাচালান চক্রের নিয়মিত একজন শ্রমিক ছিলেন৷ নিখোঁজের পর হতে স্থানীয় লোকজন মিশ্র প্রতিক্রীয় করে আসছিল৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়৷ পিএম রির্পোট পাওয়ার পর জানাযাবে কিভাবে তার মৃত্যু হয়েছে৷