নিউ ইয়র্কে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে

    0
    222

    আমারসিলেট24ডটকম,০৮জানুয়ারীঃ  যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছে দৃর্বুত্তরা। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১২টার দিকে ব্রুকলিনের ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিউতে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন মাহমুদ দুলাল (৫৭)। তার বাড়ি চট্টগ্রাম জেলার  সন্দ্বীপের রহমতপুরে। পুলিশ দুলালের বাসভবনের বেসমেন্ট থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত করছে। এ হত্যাকাণ্ডের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। দুলালের বাড়ির বেসমেন্টে ভাড়া থাকতেন নোয়াখালী জেলার  বেগমগঞ্জের রাসেল (২৫)। ঘটনার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খোঁজছে। ধারণা করা হচ্ছে তাকে খুজে পাওয়া গেলে ঘটনার রহস্য উন্মুচিত হতে পারে।
    নিহত দুলালের ছোট ভাই হানিফ মাহমুদ আকবর গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, রাত ১২টায় খবর পেয়েই গিয়ে বেসমেন্টের সিঁড়ির গোড়ায় দুলাল ভাইয়ের লাশ দেখতে পাই। এরপর পুলিশ এসে সবকিছু বন্ধ করে দেয়। দুলাল ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে যান। স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে তিনি সেখানে বসবাস করছেন। বাড়ির নিচ তলায় গহনার দোকান দিয়েছিলেন দুলাল। বছর দেড়েক আগে দোকান তুলে দিয়ে তা ভাড়া দেন “পিপল এন টেক” নামে একটি কম্পিউটার সফটওয়্যার টেস্টিং টেইনিং ইনস্টিটিউটককে। “পিপল এন টেক”এর প্রকৌশলী আবু হানিফ বলেন, আমার ইনস্টিটিটিউটে সার্ভিলেন্স ক্যামেরা রয়েছে। সুতরাং হত্যাকাণ্ডের তথ্য হয়ত সেখান থেকে পাওয়া যেতে পারে।