নিউজিল্যান্ডের বিজয়ঃবাংলাদেশের সংগ্রহ ১৮৯

    0
    227

    আমার সিলেট  24 ডটকম,০৬নভেম্বরঃ আজ দুপুরে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে নেন  কিউইরা।দলীয় ৭২ রানে হামিশ রাদাফোর্ডকে সাজঘরে ফেরত পাঠায় স্পিনার সোহাগ গাজী।আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্টন ডেভসিচকে  ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।ডেভসিচ তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।৩১ বলে  ১০টি চার ও ১ ছয়ে  ৫৬ রান করেন তিনি। ১৮তম ম্যাচের ওভারের তৃতীয় বলে রস টেইলর ২৫ বলে ২৮ রান করেন তিনি।শেষ ওভারে কোরি অ্যান্ডারসন ও রনচিকে সাজঘরে ফেরান আল আমীন।।নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন কলিন মুনরো। ৫৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্টন ডেভসিচ।বাংলাদেশের পক্ষে আল আমীন হোসেন ২টি এবং আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও জিয়াউর রহমান ১টি করে উইকেট নেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ২০৪ রানে গিয়ে থামে ।

    পরে  ব্যাটিংয়ে নেমে ২ ওভারের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ২০৫ রানের বড় টার্গেটে খেলতে নেমে ১৯ যোগ করতেই ৩ উইকেট হারায় দেশী টাইগাররা। প্রথম ওভারে শামসুর রহমান শুভ ও জিয়াউর রহমান , দ্বিতীয় ওভারে মুমিনুল হক আউট হন।পরে অধিনায়ক মুশফিক ও নাঈম ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে খুব দ্রুত রান ।  দলীয় ৬২ রানের মাথায় ফিরে যান নাঈম ইসলামও। পরে মুশফিক ও নাসির হোসেনের জুটি  ৫৪ রান। এরপর আরেক দফা লড়াই করেন মাহমুদুল্লাহ ও সোহাগ গাজী। তবে সোহাগ গাজী ফিরে গেলে জয় নিশ্চিত হয়ে যায় ।টার্গেট থেকে ১৫ রান দূরে থাকতেই থেমে গেল স্বাগতিকদের যাত্রা। ২০৫ রানের টার্গেটে খেলতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ মোট ১৮৯ রান। টেস্ট সিরিজটি ড্র হলেও ওয়ান ডে সিরিজে স্বাগতিকদের কাছে বাংলাওয়াশ হয় সফরকারীরা।