নাশকতার অভিযোগে নড়াইল বিএনপির ৫নেতা আটক

    0
    254

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ফেব্রুয়ারি,নড়াইল প্রতিনিধি:নাশকতার পরিকল্পনার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন সহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। আটকৃতদের নামে নাশকতার প্রস্তুতি ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
    পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানাগেছে, গত রাতে জেলার কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, পেড়লী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোর্শেদ, লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আহাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক বিপুল সরদারকে আটক করে।
    নড়াইলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান মাসুম জানান, বিভিন্ন মামলা ও অভিযোগে জেলায় মোট ৩৪জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে ৬জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে পুলিশ ১০টি ককটেল বোমা, ৬টি পেট্রোল বোমা, ১০টি বাশের লাঠি,১০টি লোহার রড,৩০টি কাঠের লাঠি, ৫০টি ইটের টুকরা উদ্ধার করে।
    এদিকে রাজনৈতিকভাবে হয়রানীর উদ্দেশ্যে বিনা কারনে বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে আতঙ্কের সৃষ্টি করছে পুলিশ। আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।