নারী মুক্তি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মেঃ আজ ১২ মে সকাল ১০-১টা পর্যন্ত বাংলাদেশ নারী মুক্তি সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নারীর প্রতি সহিংসতা রুখো, নারী অধিকার সুরক্ষায় আইনের কঠোর বাস্তবায়ন চাই’, শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নারী মুক্তি সংসদের সভাপতি হাজেরা সুলতানা এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস, নারী ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন্নেসা খান, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন সুলতানা এমপি, নারী নেত্রী রাখী দাস পুরকায়স্ত, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী প্রমুখ।

    উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, প্রখ্যাত আবৃত্তি শিল্পী শফি কামাল, ন্যাপ এর কেন্দ্রীয় নেত্রী নাসিমা হক রুবি প্রমুখ।

    মতবিনিময় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন নারী মুক্তি সংসদের সহ সাধারণ সম্পাদক শিউলী শিকদার। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নই নারী বৈষম্য দূর করতে ভূমিকা রাখবে।

    বক্তারা আরো বলেন, মানবের সার্বিক মুক্তির মধ্যে নারী মুক্তি নিহিত। সুসংগঠিত লড়াই-সংগ্রাম ছাড়া নারীর উপর এই সহিংসতা কমবে না। লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই সকল বৈষম্য দূর হবে।