নারী দেহে তৈরি হবে শুক্রাণু, পুরুষ দেহে ডিম্বাণু!

    1
    252

    আমার সিলেট ডেস্ক,২৪ আগস্ট :পুরুষের দেহে তৈরি হচ্ছে ডিম্বাণু! নারী শরীরে পাওয়া যাচ্ছে শুক্রাণু! অবাক করার মত হলেও এবার এই অবাস্তবকে বাস্তবায়িত করার লক্ষ্যে দৌড় লাগাল বিজ্ঞান। জাপানের বিজ্ঞানীরা দাবি করেছেন অদূর ভবিষ্যতে মহিলাদের শরীরে শুক্রাণু ও পুরুষদের শরীরে ডিম্বাণু তৈরি করা সম্ভব হবে।

    কয়োটা বিশ্ববিদ্যালয়ের গবেষক কাতসুহোকো হায়াসি তাঁর গবেষণা পত্রে ইঁদুরের ত্বক কোষ থেকে প্রাইমোরডিয়াল জার্ম কোষ তৈরি করার প্রক্রিয়ার কথা বলেছেন।এই প্রাইমোরডিয়াল জার্ম কোষ থেকে পুরুষ ও মহিলা জনন কোষ তৈরি হয়। যে জনন কোষ গুলি পরবর্তী কালে পুরুষ দেহে শুক্রাণু ও নারী দেহে ডিম্বাণুতে পরিণত হয়।

    যদিও ত্বক কোষ থেকে প্রাইমোরডিয়াল জার্ম কোষ তৈরি করার পদ্ধতিটি একেবারে তার প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও এই গবেষণা সম্পর্কে ভীষণই আশাবাদী কাতসুহোকো হায়াসি। এই গবেষণা সাফল্য পেলে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিক খুলে যাবে। বদলে যাবে বন্ধ্যাত্বের সংজ্ঞা। সন্তানহীন মায়েদের বন্ধ্যাত্ব ঘুচে যাবে। তবে এর সঙ্গে সঙ্গে সম্ভব হবে আরও এক অবাস্তব। নারী শরীরে তৈরি করা যাবে শুক্রাণু, পুরুষ শরীরে ডিম্বাণু।

    info-zeenews24