নারীর উপর যখন পশুর থাবা:প্রক্টর তখন খেলেন দাবা

    0
    225

    যৌন নিপিড়নের প্রতিবাদে শিক্ষার্র্থীদের মানববন্ধন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮মে,আলী হোসেন রাজন: দেশে চলমান যৌন নিপিড়ন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার ১১ টায়) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ছাত্র ও যুব সমাজের আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা বহন করছিল নানা রংয়ের পোস্টার পেপারে লেখা স্লোগান। কাঁচা হাতের লেখা এই ‘স্লোগান” গুলো অনেকের দৃষ্টি আকর্ষণ করে। এই সব স্লোগানে যেমন ছিল নিপিড়নকারীদের প্রতি ঘৃণা ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি গোষ্মা।

    এই স্লোগান গুলোর মধ্যে একটি ছিল এরকম “নারীর উপর যখন পশুর থাবা, প্রক্ঠর তখন খেলেন দাবা।’ মানববন্ধন চলা কালে নারায়ন গোয়ালার স ালনায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্জিব পিরেগু, ইউপি সদস্য মেরি রালফ, সিলেট মদন মোহন কলেজ ছাত্র কৌশিক ধর চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৌরভ কান্তি দে, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের তমাল আজিম, ছাত্র ইউনিয়নের সুমন কান্তি দাস, সঞ্জিব পিরেগু, বাবুল মাদ্রাজী, নিলু গোয়ালা,সুজা মেমোরিয়েল কলেজের মোজাহিদ আলী সেজু, বিএফ শাহীন কলেজের মোতালেব ফাহিম প্রমুখ।

    বক্তারা দেশে চলমান যৌন নিপিড়ন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।