নানা কর্মসূচীতে ৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস পালন

    0
    240

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮ডিসেম্বর,আলী হোসেন রাজন: জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন, বিজয় র‌্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের চাঁদনীঘাট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভোরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপন করেন জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক,জেলা আওয়ামীলীগ সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের পক্ষ থেকে।

    এরপর কমপ্লেক্সের সম্মুখ থেকে একটি বিজয় র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামালউদ্দিনের সভাপতিত্বে একটি সভা অনুষ্টিত হয়। সভায়  বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, জেলা আওয়ামীলীগ সম্পাদক নেছার আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ দিনটি যথাযত পালনের জন্য বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী ব্যপক কর্মসূচী গ্রহণ করেছে।