নানা আয়োজনে শ্রীমঙ্গলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
174

নিজস্ব প্রতিনিধি,আমার সিলেট রিপোর্টঃ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ।

দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এর মধ্যে পৌর শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সাংবাদিক সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করছে ।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র,উপজেলা প্রকৌশলী,সমাজসেবা কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তা অসীম করসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এসময় কুচকাওয়াজ পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার এস আই (উপ-পুলিশ পরিদর্শক) সুব্রত চন্দ্র দাশ।