নাইজেরিয়ায় ৩ দিনে নিহত ১৩৫ জন

    0
    202

    আমারসিলেট24ডটকম,১৩এপ্রিলঃ নাইজেরিয়ায় গত তিনদিনে দু’টি পৃথক হামলায় অন্তত ১৩৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।গতকাল শনিবার রাতে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সিনেটর আহমেদ জান্নাহর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণ মাধ্যমগুলো এ সংবাদ প্রচার করে।আহমেদ জান্নাহ দাবি করেন, ২টি পৃথক হামলায় ১৩৫ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। স্থানীয় প্রশাসন মনে করছে হামলাকারীরা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বোকো হারাম সংগঠনের সদস্য হতে পারে।আহমেদ জান্নাহ জানান, প্রথমে দিকবা শহরের একটি টিচার ট্রেইনিং কলেজ লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে ৫ জনকে হত্যা ও বেশ কয়েকজন নারীকে অপহরণ করা হয়। হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যাওয়ার আগে কলেজটি সম্পূর্ণ পুড়িয়ে দেয় হামলাকারীরা।এরপর ক্যামেরুনের সীমান্তবর্তী একটি গ্রামে হামলা চালিয়ে আরও ১৩০ জনকে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা। এ দু’টি হামলাই বুধবার ও বৃহস্পতিবারের ঘটনা। প্রাথমিকভাবে এ ২টি হামলায় ৭০ জন নিহত হওয়ার দাবি করেছিল।