নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে অনিশ্চয়তা নেই:বিএনপি

    0
    263

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪জুনঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে অনিশ্চয়তা নেই। খালেদা জিয়ার সঙ্গে মোদির সাক্ষাৎ অবশ্যই হবে। তবে এখনও বৈঠকের ব্যাপারে দিন তারিখ ঠিক হয়নি।

    বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব হলরুমে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, ‘খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী, ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। তার সঙ্গে মোদির দেখা হবে না- এটা মানুষ গ্রহণ করবে না। মানুষের আশা আকাঙ্ক্ষার সার্থেই খালেদা জিয়ার সঙ্গে মোদির দেখা করা উচিত। মোদি-খালেদা বৈঠক অবশ্যই হবে।’

    তিস্তা চুক্তি নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সে বিষয়ে তিনি বলেন, “তিস্তা চুক্তি হতেই হবে। না হওয়ার কোনো কারণ নেই। কারণ এবার মমতা মোদির সঙ্গে আসছেন। আমরা আশা করতে তিস্তাসহ সকল সমস্যার সমাধান মমতা ঘোষণার মাধ্যমেই হবে।”
    তিনি আশা প্রকাশ করে বলেন- ‘বৃহৎ একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে গণতন্ত্রের বিজয়ের বার্তা শুনবে এ দেশের মানুষ।’
    বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “জিয়াউর রহমানের বিএনপি ছিল দুর্নীতি মুক্ত। এখন বিএনপিতে দুর্নীতি ঢুকেছে, স্বজনপ্রীতি হয়েছে। এগুলো থেকে মুক্ত হতে পারলেই বিএনপি আবারো ফিনিক্স পাখির মতো উড়ে বেড়াবে।”ইরনা