নরাইল ও কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    1
    557

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,মার্চঃ “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি- দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক এলাকা হতে এক র‌্যালী বের করা হয়।

    র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভুইয়া, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, শাহীন আহমেদ,মো. আসহাবুর ইসলাম শাওন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার। যাতে আমরা নিজেরা নিরাপদে থাকতে পারি এবং অন্যদের প্রস্তুত থাকতে সচেতন করতে পারি।

    অপরদিকে নড়াইলে ও জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    “ বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দূর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলেচনা সভা, দূর্যোগ সংক্রান্ত আলোক চিত্র প্রদর্শনী ও ভূমিকম্পের উপর সচেনতা মহড়া অনুষ্ঠিত হয় । সকাল সাড়ে ১০টায় জেলা প্রসাশকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে “ বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দূর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এ প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, প্রফেসর মুন্সি হাফিজুর রহমান,ব্রাক জেলা প্রতিনিধি বিভঞ্জন বিশ্বাসসহ অনেকে।