নবীগঞ্জে হোটেল মুনস্টারে হামলা ভাংচুর ও লুটপাট-আহত ৬

    0
    200

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১আগস্ট: নবীগঞ্জ শহরের প্রানকেন্দ্র নতুন বাজার পয়েন্টে হোটেল মুনস্টারের কর্মচারীর সাথে লাইটেস শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র হোটেলে হামলা করে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। এ সময় হামলায় হোটেলের অন্তত ৬ কর্মচারী আহত হয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    সুত্রে জানাযায়, গতকাল সোমবার সকাল ৭টার দিকে হোটেল মুনস্টারে নাস্তা করতে যায় সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের লাইটেস চালক মতি রায়। এ সময় ওই চালককে টান্ডা রুটি দিয়েছে বলে অভিযোগ করলে এ নিয়ে হোটেল কর্মচারী ও চালকের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চালক মতিরায় উত্তেজিত হয়ে হোটেল থেকে বের হয়ে যায়। পরে প্রায় ২ ঘন্টা পর সকাল ৯টায় মতি রায়ের নেতৃত্বে অন্তত অর্ধশতাধিক লোকজন নিয়ে হোটেল মুনস্টারে অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীর ইট পাটকেল নিক্ষেপ করে হোটেলে ভাংচুর ও তান্ডবলীলা চালায়।

    এই ঘটনায় বাজারের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে সাধারন মানুষ দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। সাধারন ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়। হামলার সময় হোটেলে ভাংচুর, ও তছনছ করায় অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ সময় হামলাকারীরা হোটেলের ক্যাশে থাকা প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকা লুটপাট করা হয়েছে বলে জানিয়েছেন হোটেলের ম্যানেজার সুর্য সরকার। হামলাকারীদের এই অর্তকিত হামলায় হোটেল মুনস্টারের সামনে থাকা মুহিবুর মিয়ার পান সিগারেটের দোকান ও ভাংচুর ও নগদ টাকা, কয়েক কার্টন সিগারেট লুটপাট করা হয়েছ বলে জানিয়েছেন পান দোকানদার মুহিবুর মিয়া।

    ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় হোটেলে আহত কর্মচারীরা হল, সাজু মিয়া (৩৫), নিতেশ দাশ (৩৪), অপুর্ব সরকার (২৭), বিলাল মিয়া (২০), রুবেল মিয়া (২১), মুহিবুর মিয়া (২০)।

    এ ব্যাপারে নবীগঞ্জ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন জানান, সকালে নাস্তা করার সময় হোটেল মুনস্টারের কর্মচারীরা লাইটেস চালক মতি রায়কে মারধোর করে রক্তাক্ত করার ঘটনার বিষয়টি জানতে শ্রমিকরা মুনস্টারে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়।