নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

    0
    194

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাই,মতিউর রহমান মুন্না: নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ইং পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের হল রুমে মৎস্য সপ্তাহ (২৮জুলাই হতে ৩ আগষ্ট) এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খয়ের, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, ছাইম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহ্বায়ক আমিনুল রহমান সুমন। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি মফিজুল ইসলাম গাগল।
    র‌্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দৈনিক হবিগঞ্জ সময়’র বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।
    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। দেশের উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সে ক্ষেত্রে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে তার যথাযথ সম্মান দিতে হবে।
    তিনি আরোও বলেন, এলাকার উন্নয়ন করতে হলে সংসদে যেতে হয়। সংসদ এমন একটি স্থান যেখানে কথা বললে এলাকার উন্নয়ন হয়। রাস্তা ঘাটসহ বিভিন্ন বরাদ্ধ পাওয়া যায়। সেখানে গিয়ে কথা না বললে কোন কাজ হয়না। তাই আমি সংসদে নিয়মিত উপস্থিত হয়ে আমার নির্বাচনি এলাকার সমস্যার চিত্র তুলো ধরার চেষ্টা করে যাচ্ছি। এরই ধারবাহিকতায় সরকার এলাকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। তিনি মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। তাহলেই মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত নবীগঞ্জে মৎস্য চাষীরা স্বাবলম্বী হওয়ার