নবীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

    0
    315

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০আগস্টঃ মতিউর রহমান মুন্নাঃ “দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ এমএ মুনিম চৌধুরী বাবু।

    এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা: রথীন্দ্র চন্দ্র দেব,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জাতীয় পার্টির সভাপতি ডা: শাহ আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ওসি তদন্ত গৌর চন্দ্র মজুমদার, প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউপ।

    উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: দুলাল উদ্দিন।

    এতে অন্যানের মধ্যে- পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহনুর আলম সানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন, জাপা নেতা খলিলুর রহমান দুদু, সাংবাদিক মতিউর রহমান মুন্নাসহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে মেলায় আগত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়।