নবীগঞ্জে প্রশাসনের নির্দেশে দোকানপাট বন্ধ

    0
    216

    সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে: নবীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টা থেকে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন ব্যবসায়ীরা। সোমবার সন্ধ্যা ৬টার থেকে শহরের নতুন বাজার মোড়, ওসমানী রোড, শেরপুর রোড, হাসপাতাল রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার, বাংলা টাউন’সহ শহরের বিভিন্ন সড়কে অবস্থিত অধিকাংশ দোকানপাট বন্ধ করতে দেখা যায়।

    এর আগে গত সোমবার সকালে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান ছাড়া নবীগঞ্জের সকল দোকানপাট বন্ধের ঘোষণা দেয় প্রশাসন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত ঔষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে সকল জনগণকে নিজ নিজ বাড়ি-ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়।

    পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। তিনি প্রশাসনের নির্দেশনা মেনে সোমাবার সন্ধ্যা ৬টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।