নবীগঞ্জে ডিজিটাল মেলার উদ্ধোধন

    1
    244

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মার্চ,মতিউর রহমান মুন্নাঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে রবিবার সকালে ২দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্ধোধন অনুষ্টান “লার্নিং এন্ড আর্নিং” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদার পরিচালনায় আনুষ্টানিক ভাবে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু।

    এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, সমবায় কর্মকর্তা হাছনা হেনা, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, নবীগঞ্জ ক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, বর্তমান সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মিছবাহ উদ্দিন, গ্রামীন ফোন কোম্পানির প্রতিনিধি শফিকুল ইসলাম। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা এম এ নুর, রনজিত সুত্রধর প্রমুখ।

    এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সলিল বরন দাশ, তছনু চৌধুরী, মতিউর রহমান মুন্না। অনুষ্টান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন।

    উক্ত ডিজিটাল মেলায় উপজেলা প্রশাসন, নির্বাচন অফিস, বিভিন্ন ইউনিয়ন তথ্য কেন্দ্র, লাল-সবুজ সাইক্লিং ক্লাব, সূর্যের হাসি ক্লিনিক, বিভিন্ন সিম কোম্পানিসহ প্রায় ২০/২২টি স্টল অংশনেয় এই ডিজিটাল মেলায়।