নবীগঞ্জে কিশোর হকারকে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন

    0
    270

    পত্রিকার টাকা চাইতে গিয়ে মারপিটের দৃশ্য ইন্টারনেটে ফলাও ! নেক্কারজনক এ ঘটনায়  তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ফেব্রুয়ারীঃ সানিউর রহমান তালুকদারঃ  নবীগঞ্জে পত্রিকার হকারকে মারধর অতঃপর গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন।পত্রিকার টাকা চাইতে গিয়ে নির্যাতনের শিকার হলো নবীগঞ্জ
    উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের ইসন উল্লার পুত্র দবির হোসেন (১৩)। দবির জাতীয় ও স্থানীয় পত্র- পত্রিকা দীঘদিন ধরে বিক্রি করছে কামারগাও বাজার, সাইনবোড, জিয়াপুর ও নতুন বাজার এলাকায়।

    জানা যায়, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সকাল ১০টার সময় কামারগাঁও বাজারস্থ হাবিব রেষ্টুরেন্টে পাঠক মোহাম্মদ চৌধুরীর পত্রিকা দিতে গিয়ে টাকা চাওয়ার এক পর্যায়ে টাকা না পেয়ে দোকান থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে গেলে হকার দবিরকে পিছন থেকে ডাকে মিছবাহ ও তার সঙ্গ পাংঙ্গরা। পরে সে টাকা নিতে আসলে তাকে ধরে দোকানের পিছনে নিয়ে বেধরক মারপিট করে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে পরে তাকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন জঙ্গঁলে। সেখানে নিয়ে একটি গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন ও মারপিট করে তার সাথে তাকা পত্রিকা বিক্রির টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এই মারপিটের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেয় রেজাউল নামের স্থানীয় এক যুবক।

    তাৎক্ষনিক অবস্থায় এ ঘটনার খবর ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ধর্মজিদকে জানানো হলে তিনি বলেন, থানায় এসে লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি সর্ম্পকে অবগত করলে স্থানীয় মেম্বার ঘটনাস্থ গিয়ে হকার দবিরকে না পেয়ে এলাকার কিছু মানুষ সাথে নিয়ে অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে রাত প্রায় ২টার সময় একটি জমিনে অজ্ঞান অবস্থায় দবিরকে পেয়ে স্থানীয় লোকজন উদ্বার করে নবীগঞ্জ আধুনিক হাসপাতালে
    প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জের কর্মরত সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।