নবীগঞ্জে কবরস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৬

    0
    218

    নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপেজলার আউশকান্দি ইউনিয়নের পারকুল ও বনগাঁও গ্রামে কবরস্থানকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।সোমবার (৩ আগষ্ট)  সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    এলাকাবাসী জানান,দীর্ঘ দিন ধরে স্হানীয় একটি কবরস্থান দখল নিয়ে উপেজলার পারকুল গ্রামের মৃত আবদুল্লা মিয়ার পুএ নানু মিয়া ও বনগাঁও গ্রামের রেখাত উল্লার পুএ সাদ্দক মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে নানু মিয়া কবরস্থানটি দখল নিয়ে নেয়।

    এমনকি কবরস্থানে কাউকে প্রবেশ করতে দেয় না। কবরস্থানে সাদ্দক মিয়া ও স্হানীয় আত্নীয়ের কবর হওয়াতে সকালে কবরস্থান পরিষ্কার করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে গুরুতর আহত অবস্হায় নানু মিয়া ও তার ভাই মতিন মিয়া,সাদিক মিয়া,সজলু মিয়া ও ফুরুক মিয়াকে নবীগঞ্জ হাসপাতালে ও মৌলভীবাজার হাসপাতালে প্রেরন করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ  থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

    এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন,আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। উভয় পক্ষকে ভালো চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছি এবং সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা করা হবে বলে জানিয়ে দিয়েছি।