নবীগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল দূর পাল্লার ইউনিক পরিবহন

    0
    249

    সিএনজি অট্রোরিক্সা ও যাত্রীবাহী বাসের মূখোমূখি সংর্ঘষের সূত্রপাত

    সানিউর রহমান তালুকদার,মতিউর রহমান মুন্নাঃ নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেল প্রায় ৫০/৬০জন দূর পাল্লার যাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস পাম্পের সন্নিকটে। সিএনজি অট্রোরিক্সা ও যাত্রীবাহী
    বাসের মূখোমূখি সংর্ঘষের সূত্রপাত।

    প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৮ঘটিকার সময় ঢাকা- সিলেট মহা সড়কের ঔ স্থানে সিলেট থেকে ঢাকাগামী
    একটি যাত্রীবাহী ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব- (১৪ -৪৬৪২) গাড়িটি ঔ স্থানে আসা মাত্রই তার বিপরিত থেকে আসা একটি সিএনজি মৌলভীবাজার থ (১১-৬৮৬৭) তাড়াহুড়ো করে পার্কিং করার সময় মূখোমূখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে সিএনজি গাড়িটি ধুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজি চালক গুরত্বর আহত হয়।

    অপরদিকে দূরপাল্লার যাত্রীবাহী ইউনিক পরিবহন চালক গাড়িটি নিয়ন্ত্রন রাখতে
    না পেরে পাশের খালের দিকে ধাবিত হয়। এবং পূর্ব থেকে পার্কিং করা আরো ২টি সিএনজি সিলেট থ (১২-৬৭৫৫) ও হবিগঞ্জ থ (১১-৫০৯৫) কে ধাক্কা দিলে ঔ দুটি সিএনজিও ধুমড়ে মুছড়ে গিয়ে পাশের জমিনে পড়ে যায়।

    এ সময় গুরত্বর আহত সিএনজি চালক ও যাত্রীদের উদ্বার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়। উত্তেজিত সিএনজি চালক ও জনতা যানচলাচলে বাধাঁ দিলে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এস আই আল আমীন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে
    যানচলাচল স্বাভাবিক করে দেন। এবং দূর্ঘটনায় কবলিত ৩টি সিএনজি ও ইউনিক পরিবহন হাইওয়ে পুলিশের জিম্মায় নিয়ে যায়।

    সম্প্রতি ওই স্থানে অহরহ সড়ক দূর্ঘটনায় বিভিন্ন সময় প্রাণহানি ও পঙ্গুতের ঘটনা ঘটছে। দীর্ঘদিনের স্থানীয়দের দাবী একটি স্পীড বেকার দেয়ার। এতে স্থানী লোকজন বিভিন্ন সময় সড়ক অবরোধ করে রাখলে এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    এতে প্রশাসনের পক্ষ থেকে সাময়িক শান্তনার বানী দেওয়া হলেও পরবর্তীতে তা আশার ফলে নিরাশাই আউশকান্দি এলাকার লোকজন।