নবীগঞ্জের দূর্গম পাহাড়ি অঞ্চলে হামলাঃস্কুলছাত্রসহ আহত-৩

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০ডিসেম্বরঃ সানিউর রহমান তালুকদার,মতিউর রহমান মুন্নাঃ নবীগঞ্জের দূর্গম পাহাড়ী অঞ্চল দিনারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র সালেহ আহমদ (১৪) ও তার মাতা রাশবা বেগম (৩৭) সহ তার চাচাতো বোন আরিফা বেগম (১৮)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে দূর্বৃত্তরা।

    আশংকাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে স্কুল ছাত্র সালেহ আহমদ মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে তার ভাই মনসুর আহমদ সাংবাদিকদের জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর অনুমান দেড়টার দিকে।

    জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুস সালামের বাঁশঝার থেকে জোর পূর্বক কয়েকটি বাঁশ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা কালে কায়স্থ গ্রামের মৃৃত ফজর আলীর পুত্র তাহির মিয়া ও তার লোকজনকে বাঁধা
    দিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে স্কুল ছাত্র সালেহ আহমদ সহ পরিবারের লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে দৃর্বৃত্তরা।

    এক পর্যায়ে অসহায় পরিবারের লোকজনের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

    এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।