নবাগত পুলিশ সদস্যদের মিষ্টি মুখ করালেন জৈন্তাপুরের ওসি

    0
    244

    রেজওয়ান করিম সাব্বির,জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলায় পুলিশে নিয়োগ প্রাপ্ত ৪২জন পুলিশ সদস্যের ভোরিফিকেশনে বাড়ী বাড়ী গিয়ে মিষ্টি মুখ করাচ্ছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
    কেন প্রকার সুপারিশ ছাড়াই নিজ যোগ্যতায় জৈন্তাপুর উপজেলায় ৪২জনের পুলিশে চাকরি হওয়ায় নিয়োগ প্রাপ্তদের বাড়ী বাড়ী ভেরিফিকেশনে গিয়ে মিষ্টি মুখ করান এবং শুভেচ্ছা জানান মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির।
    আজ ১৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলার সদর নিজপাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে সদ্য পুলিশে নিয়োগ প্রাপ্তদের বাড়িতে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ। এ সময় তিনি চাকরিপ্রাপ্তদের পিতা-মাতা মুখে মিষ্টি তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার সিনিয়র এস,আই ইন্দ্রনীল ভট্টার্চাজ রাজন, জৈন্তাপুর অন-লাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির সহ পুলিশের একাধিক সদস্যবৃন্দরা।
    অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা নিজ যোগ্যতায় এতদূর এসেছে। কোন প্রকার সুপারিশ ছাড়া, অর্থ ছাড়া এমন যোগ্যদের পাশে থাকতে চায় পুলিশ। তাই তাদেরকে শুভেচ্ছা জানানো হল। এতটুকু কাজ তো পুলিশ করতেই পারে। যোগ্যদের পাশে পুলিশ সবসময় থাকবে। আগামীতে পুলিশে যত নিয়োগ হবে তাতে কোনো অর্থ কিংবা তদবির করতে হবে না বলে কথা দেন তিনি।