নবমী পূজাঁয় নড়াইলে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

    0
    262

    নড়াইল প্রতিনিধিঃ সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের সোমবার মহানবমি পূজাঁ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। শহরের মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রুপগঞ্জ বাজার কালীবাড়ি, বাধাঁঘাট পূজাঁ মন্ডপ, মহিষখোলা,চরের ঘাট, সূর্য্যসেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূজাঁ মন্ডপে নবমী পূজাঁ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পূজাঁ মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় ছিল লক্ষনীয়।

    পূজাঁ উপলক্ষ্যে শহরের রুপগঞ্জ বাজার কালীবাড়ী দূর্গা পূঁজা মন্দির চত্বরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ২ শতাধিক দুঃস্থ মানুষের মাঝে শাড়ি ,লুঙ্গি ও ধুতি বিতরণ করা হয়।জেলা প্রশাসক আনজুমান প্রধান অতিথি হিসাবে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন ।

    মন্দির কমিটির সভাপতি নির্মল কুমার দাশের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম (বার),মন্দির কমিটির সাধারন সম্পাদক অলোক কুমার কুন্ডু , যুগ্ম সম্পাদক তুষার সাহা, দিলীপ কুমার রায়,মন্দির কমিটির কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।