নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা

    0
    220

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে উৎসব মুখর পরিবেশে নতুন বছরে নতুন বই বিতরন করা হয়েছে। নববর্ষে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা।
    নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। পরে নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসা, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নড়াইল দক্ষিন -পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নড়াইল কালেক্টরেট বিদ্যালয়সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
    এ সব অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ,জেলা শিক্ষা অফিসার মোঃ ছায়েদুর রহমান, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন শিকদার ,বিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।
    জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,এ বছর মাধ্যমিক বিদ্যালয়ে ৯ লক্ষ ২১ হাজার ২৪০,মাদ্রাসা ১ লক্ষ ৬৫ হাজার ৬৩০,ইবতেদায়ী মাদ্রাসা ১ লক্ষ ১৭ হাজার ৬০,এস.এস.সি কারিগরি ১৬ হাজার ৮০,দাখিল কারিগরি ৭ হাজার ৩শত ২০, মোট ১২ লক্ষ ২৭ হাজার ৩৩০ খানা বই বিতরন করা হচ্ছে । এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৩ লক্ষ ৯২ হাজার ৪শত খানা বই বিতরন করা হচ্ছে।
    এছাড়া জেলার ৩টি উপজেলার সরকারি -বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয় ,কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় বই উৎসব পালিত হয়েছে।