নদীর তীর কেটে বালি বিক্রির অপরাধে জরিমানা ৫০হাজার

    0
    231

    আমারসিলেট24ডটকম,০৫মে,মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটার তীর কেটে বালু বিক্রির অপরাধে আব্দুল মজিদ (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,ইউএনও মোহাম্মদ সোলায়মান হোসেন এরায় প্রদান করেন। স্থানীয়রা জানায়,কামড়াবন্দ গ্রামের আজাদ ও সাজ্জাদ মিয়াকে সাংবাদিক ও থানার নামে প্রতি নৌকা থেকে ১হাজার টাকা উৎকোচ নিয়ে প্রতিদিনের মতো গতকাল রোববার দুপুর ১টায় বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীতে তীর কেটে বালু বিক্রি করার জন্য লোক নিয়োগ করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে আব্দুল মজিদকে আটক করেন। অর্থ দন্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।