নতুন দল বিএনএফকে অনুমোদন দিল ইসি

    0
    221

    আমার সিলেট  24 ডটকম,১৮নভেম্বরঃ নির্বাচন কমিশন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফকে অনুমোদন দিয়েছে। আজ সোমবার বিকেলে দলটিকে নিবন্ধনের সনদপত্র প্রদান করেছে ইসি । এতে কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪০টিতে। বিএনএফের প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র এসএম আবুল কালাম আজাদ রাজধানীর শেরে বাংলানগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. মেজবাহ উদ্দীন আহমেদের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন। বিএনএফ নিবন্ধন পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মো. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নতুন দল হিসেবে আনুষ্ঠানিকভাবে কমিশনের নিবন্ধন পাওয়ার পর জনগণের কাছে যেতে এবং থাকতে চায়। তিনি বলেন, ইতোমধ্যে নানা বিতর্কে বিএনএফ সাধারণ মানষের মুখে মুখে রয়েছে। এটি জনগণের অন্তরের গহীনে আশ্রয় করে নেয়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
    দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কোন জোটে বিএনএফ অংশ গ্রহণ করার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলো জনগণের ভাগ্যের পরিবর্তনে যথাযথ অবদান রাখতে সমর্থ হলে নতুন দল গঠনের প্রয়োজন হতো না। তাই ট্রাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলোর সাথে জোটবদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই।বিএনএফ নিবন্ধন পাওয়ার পর কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪০টি। ২০০৮ সালে কমিশন ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করে। কমিশন ফ্রিডম পার্টির নিবন্ধন বার্তিল করায় কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ায় ৩৮টি। তার পর আদালতের নির্দেশে মুসলিম লীগকে নিবন্ধন দেয়া হলে আবারো কমিশনের নিবন্ধন রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ায় ৩৯টি।সম্প্রতি আদালতের রায়ে কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করায় কার্যত কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। ইতোমধ্যে সাংস্কৃতিক মুক্তি জোট নামে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। আজ বিএনএফকে নিবন্ধনের সনদ দেয়া সহ বর্তমানে কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪০টিতে।