নড়াইল স্কুল শিক্ষকদের মাঝে সম্মানী ভাতা ও শীতবস্ত্র বিতরণ

0
162

সুজয় বকসী,নড়াইল,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা মতুয়া মিলনের ১৭টি শ্রীশ্রী হরি লীলামৃত স্কুলের শিক্ষকদের মাঝে সম্মানী ভাতা ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) নড়াইল শহরের মহিষখোলায় শরীফ ভবন সংগ্রহশালা মিলনায়তনে শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, নড়াইলের আয়োজনে প্রধান অতিথির নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা ভাতা ও কম্বল বিতরণ করেন ।
শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন শিশু শিক্ষা বাস্তবায়ন কমিটি নড়াইল জেলা শাখার সভাপতি বরুন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের জেলা সাধারন সম্পাদক অসীম পাল,অসিত কুমার মজুমদার, গোলক পালসহ মতুয়া মিশনের কর্মকর্তা,শিক্ষকগন অনেকে এ সময় উপস্থিত ছিলেন ।
নড়াইল জেলা মতুয়া মিলনের প্রয়াত সভাপতি রুপকুমার মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত ১৭টি শ্রীশ্রী হরি লীলামৃত স্কুলের শিক্ষকদের মাঝে ১৫শত করে সম্মানী ভাতা মোট ২৫ হাজার ৫শত টাকা এবং এ পর্যন্ত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ ৩ শতাধিক লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়।