নড়াইলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত

0
393

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন চত্বরে  শ্রী রামকৃষ্ণের ‘জীবন ও আদর্শের’ ওপর আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত এর পশ্চিমবঙ্গের বেলুড় মঠ , রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ এর সদস্য শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ।

নড়াইল রামকৃষ্ণ মিশন এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং  জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাঃ শ্যামল কৃষ্ণ সাহা, রামকৃষ্ণের বিপুল সংখ্যক ভক্ত, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

আলোচনা সভার আগে ও পরে কোলকাতা দুরদর্শন শিল্পী ভার্গব লাহিড়ী সংগীত পরিবেশন করেন।

এর আগে  গত ২১ শে ফ্রেরুয়ারি জন্মতিথি উপলক্ষে  শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পূজাঁ,হোম, যজ্ঞ,,পুস্পাঞ্জলী,  শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ, ভজন সংগীত পরিবেশন ও প্রসাদ বিতদরন অনুষ্ঠিত হয়। সুজয় কুমার বকসী,