নড়াইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক কর্মশালা

    0
    339

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্ট,সুজয় কুমার বকসী: নড়াইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    দি স্যালভেশন আর্মীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে এবং টিয়ারফান্ড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় দি স্যালভেশন আর্মীর খুলনা বিভাগীয় অফিসার মেজর আলফ্রেড মীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তহিদুর জামান পাভেল।

    এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ রওশন আলী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক সাথী তালুকদার, দি স্যালভেশন আর্মীর ক্যাপ্টেন গোবিন্দ মন্ডল, লরেন্স রায়, সুনীল রাফায়েল বৈরাগী, আবু তারিক খান প্রমুখ।

    এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন,অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলা,জলবায়ূ পরির্বতন ও অভিযোজন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।