নড়াইলে তিনদিন ব্যাপী ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলা-২৩’র উদ্বোধন

0
192

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে তিনদিন ব্যাপী ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কার্যালয়, নড়াইল এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলা উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিকালে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ।
এর আগে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী শূরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানের এসে শেষ হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দিপক কুমার রায় এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি ও কৃষির প্রকল্পের খুলনা অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, নড়াইল চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ হাসানুজ্জান ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষানীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
এ মেলায় ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি ও কৃষির বিভিন্ন বিষয়ের উপর ১০ টি ষ্টল খোলা হয়েছে।