নড়াইলে করোনা সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে ৫৩৯০০ টাকা জরিমানা

0
819
নড়াইলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা, মাস্ক ও সাবান বিতরণ
নড়াইলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতে ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা, মাস্ক ও সাবান বিতরণ

নড়াইল প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ৩য় দিনে স্বাভাবিকভাবে লকডাউন পালিত হচ্ছে। নড়াইলে কোন গণপরিবহন চলাচল করছে না। স্বাস্থ্য বিধি মেনে কাঁচা বাজার ও মুদি দোকান খোলা রয়েছে। মঙ্গলবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত মাস্ক পরিধান না করা, সামাজিক দুরত্ব না মানা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ বিভিন্ন অপরাধে মোট ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে  জেলা পরিষদের চেয়ারম্যান ,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)সহ প্রশাসনের পক্ষ ব্যাপক প্রচারণা এবং মাস্ক  ও সাবান বিতরণ অভ্যাহত  রয়েছে। এদিকে নড়াইলে ০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১হাজার ৬শ ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।