নকলে বাধা দেওয়ার কারনে শিক্ষককে পিটিয়েছে ছাত্ররা

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ডিসেম্বরঃ  চুনারুঘাটে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছে একই মাদ্রাসার ছাত্ররা। আহত অবস্থায় শিক্ষক মোজাম্মেল হককে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর অভিযোগে দুই ছাত্রকে আটক করে থানায় সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

    জানা যায়,মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের গাতাবলা দাখিল মাদ্রাসার বাৎসরিক সমাপনী পরীক্ষা চলাকালীন সময়ে ৯ম শ্রেণির ছাত্র তারেক ও মনির উদ্দিন নকল করার সময় গণিত শিক্ষক মোজাম্মেল বাধা দিলে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের উপর হামলা চালায়।

    এ সময় শিক্ষক মোজাম্মেল হক আহত হন। গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয় এবং হামলাকারী দুই ছাত্রকে মাদ্রাসা কর্তৃপক্ষ আটক করে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এস.আই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ মাদ্রাসা ক্যাম্পাস থেকে ওই দুই ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে। আহত শিক্ষকের বাড়ি রাজশাহী জেলার মরকান্দা উপজেলার মনাকুড়ি গ্রামের মঞ্জুর আলীর পুত্র।

    আটককৃত দুই ছাত্রের বাড়ি একই ইউনিয়নের ভোলারজুম গ্রামের আঃ খালিকের ছেলে মোঃ তারেক মিয়া ও আব্দুর রহিমের ছেলে মনির উদ্দিন। তারা ওই মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত দুই ছাত্র থানা হাজতে থাকতে দেখা যায়।