ধারালো দেশীয় অস্ত্র ক্রয়-বিক্রয়ে আইন চাই

    0
    277

                      ধারালো দেশীয় অস্ত্র ক্রয়-বিক্রয়ে আইন চাই

    দেশে অপরাধিদের সনাক্ত করতে হলে ধারালো দেশীয় অস্ত্রের প্রকৃত বিক্রেতা ও তৈরিকারক ও বহনকারীদের রেজিস্ট্রেশন এর আওতায় এনে প্রকৃত বিক্রেতা ও তৈরিকারকদের লাইসেন্স নম্বার দেওয়া হউক এবং অস্ত্রের গায়ে তারিখসহ রেজিঃ নং লিখে রেজিস্টার খাতা ফিলআপ করে নির্দিষ্ট স্থানে এবং ক্রেতার বায়োডাটা ও দেশীয় অস্ত্রের নম্বার কোড লিপিবদ্ধ করে বিক্রয় করার জন্য প্রশাসনের প্রতি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

    কারণ গত কয়দিনে ঈদ মৌসুমে দেশীয় অস্ত্রের ক্রয় বিক্রয় দেখে এই অনুরোধ করছি। এতে নম্বার বিহীন দেশীয় অস্ত্রকে অবৈধ অস্ত্র হিসেবে চিহ্নিত করা সহজ হবে এবং কোরবানির কাজে নিজ নিজ ঘরে রাখা দেশীয় অস্ত্র গুলোকে সনাক্ত করা সহজ হবে।কখনো কখনো নিরপরাধ মানুষকেও ঘরে রাখা কুরবানির অস্ত্রকে কাজে লাগিয়ে অবৈধ বলে চালিয়ে দেওয়া হয় যা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায়।আবার একজন থেকে উদ্ধার করা অস্ত্র অন্যের নামে ও চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

    অপরদিকে অপ্রীতিকর বহু ঘটনায় ক্লু পাওয়া যায়না এতে ক্লু পেতে সুবিধা হবে বলে আশা করছি।  লেখকঃ গবেষক,কলামিস্ট,কবি ও সাংবাদিক।