ধাওয়া খেয়ে হরিণ শিকারীর বন্দুক ফেলে পলায়ন

    0
    250

    আমারসিলেট24ডটকম,২৬ফেব্রুয়ারী,শাব্বির এলাহী  মৌলভীবাজারের কমলগঞ্জে বনবিটে হরিণ শিকার করতে এসে বনকর্মীদের ধাওয়া খেয়ে বন্দুক ফেলে শিকারীরা পালিয়ে যায়। বনকর্মীরা উদ্ধারকৃত বন্দুক কমলগঞ্জ থানায় জমা করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। গত সোমবার রাত ৯ টায় কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জের আদমপুর বনবিট এলাকায় এ ঘটনাটি ঘটে।

    রাজকান্দি বনরেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একদল হরিণ শিকারী বন্দুক নিয়ে বনাঞ্চলে প্রবেশ করে। এ খবর পেয়ে আদমপুর বনবিট কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের নেতৃত্বে বনকর্মীরা ধাওয়া করে। বনকর্মীদের ধাওয়া খেয়ে হরিণ শিকারীরা বন্দুক ফেলে পালিয়ে আত্মরক্ষা করে। পরবর্তীতে বনকর্মীরা বনে ফেলে যাওয়া এক নলা একটি বন্দুক সোমবার রাত ৯টায় উদ্ধার করে। বন্দুকটি কমলগঞ্জ থানায় জমা করে বনবিট কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন।

    আদমপুর বনবিট কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ হরিণ শিকারীর ফেলে যাওয়া বন্দুক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন, অন্ধকারে শিকারীদের কাউকে চেনা যায়নি। তবে তারা হরিণ শিকারের জন্যই এ বনে প্রবেশ করেছিল। কমলগঞ্জ থানার এসআই আনজির হেসেন বলেন, এ ঘটনায় সাধারন ডায়েরী ও উদ্ধারকৃত বন্দুকের সূত্র ধরে পুলিশ তদন্ত করে বনে প্রবেশ করা হরিণ শিকারীদের পরিচয় বের করার চেষ্টা করছে। পরবর্তীতে আইনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও আনজির হেসেন জানান।