ধর্ম ব্যবহারে নির্বাচনী আচরণবিধি লংঘনঃসুরঞ্জিত সেনগুপ্ত

    0
    240

    আমারসিলেট24ডটকম,০৪এপ্রিলঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি উপজেলা নির্বাচনে ধর্ম ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লংঘন করেছে। তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি সরাসরি ধর্মকে ব্যবহার করেছে। এরপরও তারা দিনে কয়েকবার সংবাদ সম্মেলন করে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’র চলমান রাজনীতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদার, দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক কামরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
    বিএনপি নেতাদের উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, উপজেলা নির্বাচন খারাপ হলে প্রত্যাখ্যান করুন। অথবা নির্বাচিত সবাই পদত্যাগ করুন। আর যদি তা না করতে পারেন, তাহলে নির্বাচন নিয়ে আর প্রশ্ন তুলবেন না।
    তিনি বলেন, নির্বাচনে অনেক স্থানে ক্ষমতাসীন দলের সঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়কে নজিরবিহীন বলে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, এতে বোঝা যায় যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তিনি বিএনপি নেতাদের তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসার আহবান জানান।বাসস।