দ্রুত বিচার আইনের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি

    0
    231

    আমারসিলেট24ডটকম,০৩এপ্রিলঃ দ্রুত বিচার আইনের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধির বিধান করে আজ সংসদে আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৪ পাস করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের প্রস্তাব করেন। এর আগে গতকাল এ বিলের ওপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করা হয়। গত ৩০ মার্চ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিলটি উত্থাপন করেন।
    বিলে বিদ্যমান আইনটি চলতি বছরের ৮ এপ্রিল থেকে ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ রাখার বিধান করা হয়েছে।
    ২০০২ সালে ২ বছরের জন্য এ আইনটি প্রথম পাস করা হয়। এরপর ২০০৪ সালে আরও ২ বছর এবং সর্বশেষ ২০১২ সালে এর মেয়াদ আর ২ বছর এবং ২০০৬ সালে আরো ২ বছর বৃদ্ধি করা হয়। সর্বশেষ বৃদ্ধি অনুযায়ী এই আইনের মেয়াদ আগামী ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এ বিল পাসের মাধ্যমে এর মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে।