দেশে আজ থেকে তারাবিহ নামাজ ও সেহরি খাওয়া শুরু হবে

    0
    264

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মে,ডেস্ক নিউজঃ দেশে শুক্রবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। তাই রোববার থেকেই শুরু হবে পবিত্র মাহে রমজান।

    শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

    শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার চাঁদ দেখা যাবে। ওই রাত থেকেই তারাবিহ নামাজ পড়া শুরু এবং প্রথম রোজার সেহরি খাওয়া হবে।

    এর আগে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার থেকে রোজা শুরু হচ্ছে।

    প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শনিবার রাত ৩টা ৪১ মিনিট এবং ইফতার রোববার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।