দেশের ৩৯তম এবং শ্রীমঙ্গলে নবম চা নিলাম কার্যক্রম চলছে

    0
    510

    স্টাফ রিপোর্টার,সাদিক আহমেদঃ চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে দেশের ৩৯তম এবং শ্রীমঙ্গলের নবম চা নিলাম কার্যক্রম চলছে।
    শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডে অবস্থিত খান টাওয়ারে (২য় তলা) শ্রীমঙ্গল অকশন সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চায়ের বায়ার ও ব্রোকার্সরা এতে অংশ নিয়েছেন। শ্রীমঙ্গলে অবস্থিত টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
    টিপিটিএবি এর জয়েন সেক্রেটারি কাউসার ইকবালের তথ্যমতে, আজ ২৮জানুয়ারী সোমবার সর্বমোট ৩৫৮৭ লট=৩৫,৮৭০ বস্তা=১৯,৭২,৮৫০ কেজি চাপাতা নিলামে উঠেছে।যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।এবারের নিলামে ৮ টি ব্রোকার্স হাউজ অংশ নিয়েছে।

    উল্লেখ্য, বর্তমানে ২টি অংশে নিলাম চলছে।২য় তলায় চলছে চাপাতা এবং তৃতীয় তলায় ডাস্টের নিলাম চলছে।

    অপরদিকে চায়ের অষ্টম নিলামে সর্বমোট চাপাতা উঠেছিলো ৪৮৩৪ লট=৪৭,৩৪০ বস্তা=২৬,০৩,৭০০ কেজি।যার তৎকালীন বাজার মূল্য ছিলো প্রায় ৭০ কোটি টাকা।অর্থাৎ অষ্টম নিলামের তুলনায় এবার নবম নিলামে প্রায় ২০ কোটি টাকার চা পাতা কম উঠেছে।
    এসটি ব্রোকার্সের পরিচালক সৈয়দ মনির জানান “দিনে দিনে আমাদের অনেক উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতে আরো উন্নয়ন হবে,উন্নয়নের ধারা সর্বদা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি আমার সিলেটকে আরও বলেন ২০ কোটি টাকার কম হওয়ার পিছনে মুল কারণ মৌসুম,চা নিলামের এক পর্যায়ে এমনটি হতে পারে”।
    অষ্টম নিলামের তুলনায় নবম নিলামে চায়ের পরিমাণ কম কেনো এমন প্রশ্নের জবাবে সৈয়দ মনির বলেন”এখন চাপাতা উৎপাদনের সিজন না।এখন চা পাতা উৎপাদনের প্রায় শেষ সময়।তাই অষ্টম নিলামের তুলনায় কিছুটা কম চাপাতা উঠেছে এবার”। সংবাদ লেখা পর্যন্ত চা নিলামের কার্যক্রম চলছে।     

    চা নিলামের অংশ বিশেষ
    ক্রেতাদের জন্য রাখা চা পাতার কৌটার সারি