দেশের সম্পদ রক্ষার্থে শিল্পীদের মানববন্ধন

    0
    194

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১ ফেব্রুয়ারীঃ বিএনপি-জামাতের লাগাতার অবৈধ হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা, খুন, নাশকতার প্রতিবাদে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ গণশিল্পী সংস্থার উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হ.ম. সাইদ ।
    সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ শাওন, মহানগর কমিটির সভাপতি সামছুজ্জোহা, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গিত শিল্পী জয়দেব কর্মকার জয়, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গিত পরিচালক আনোয়ার শাহাদৎ রবিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এস এস সাউন্ডের পরিচালক সাজু, সঙ্গিত শিল্পী জিনিয়া, সঙ্গিত শিল্পী ও গিটারিস্ট শাওন, ফারহানা ইয়াসমিন ঝর্না, বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সভাপতি আশিকুল কায়েস ও লক্ষণ কুমার সহ প্রমুখ।
    সভায় বক্তাগণ বলেন, খালেদা জিয়া তার সহযোগী স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরকে নিয়ে গণতন্ত্র ও রাজনীতির নামে খুন-নাশকতা অব্যহত রেখেছে। এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়া নিয়ে আতঙ্কে ভুগছে। সর্বস্তরের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবিগণ দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিতে কোণঠাসা হয়ে আছেন। শিল্পীদের গাড়িতে বোমা হামলা, মানুষ খুন ও নানারকম নাশকতা করে খালেদা জিয়া দেশের সম্পদ বিনষ্ট করতে ব্যস্ত হয়ে পড়েছেন। দেশের সম্পদ রক্ষার্থে ও শিল্পীদের জীবনযাত্রা স্বাভাবিক করতে খালেদা জিয়াকে এই অপতৎপরতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
    সংহতি প্রকাশে সাব্বাহ্ আলী খান কলিন্স বলেন, খুন ও পেট্রোল বোমার হুমকিদাতা খালেদা জিয়া ও তার সহযোগীকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।