দেশের ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবা চালান আটক করেছে র‍্যাব

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জানুয়ারীঃ ঢাকা ও চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৮ লাখ ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-৭। বাংলাদেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা বলে র‍্যাব জানিয়েছে।

    আজ (সোমবার) সকালে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মাহমুদ খান এ  তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোববার দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি এলাকা থেকে ২৮ লাখ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।

    র‌্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, রোববার দিনে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ আলী আহমেদ নামে একজনকে আটক করা হয়। এসময় বেশ কিছু ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজন আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। গণনা করে দেখা গেছে ইয়াবার পরিমাণ প্রায় ২৮ লাখ পিস। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এটিই সব চেয়ে বড় ইয়াবার চালান আটক করা হয়েছে।

    এদিকে, র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, আজ দুপুরে ঢাকা র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

    এর আগে গতবছর ফেব্রুয়ারিতে মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা  উদ্ধার করে নৌবাহিনী। এছাড়া বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার পথে বিভিন্ন স্থানে আটক করা হয়েছে ইয়াবার বেশ কয়েকটি বড় চালান।