দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে লন্ডনবিডিনিউজ২৪ডটকম অগ্রনী ভূমি পালন করবে

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জুন: ব্রিটেনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির অগ্রযাত্রায় লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অগ্রণি ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা। সোমবার ইস্ট লন্ডনের মোম্বাই স্কোয়ারে লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বক্তারা এসব কথা বলেন।

    ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত নির্বাহী মেয়র জন বিগস। বারার উন্নয়নে কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কমিউনিটি সংবাদ মাধ্যমগুলো টাওয়ার হ্যামলেটস বারার উন্নয়ন কাজে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন ।

    লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চেয়ারম্যান আব্দুল বাসিত বাদশার সভাপতিত্বে ও প্রধান সম্পাদক কামাল মেহেদী ও সম্পাদক জাকির হোসেন কয়েছ এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র কাউন্সিলর র‌্যাচেল স্যান্ডার্স, গ্রেটার সিলেট কাউন্সিলের পেট্রন ও শিক্ষাবিদ হাসনাত হোসেন এমবিই, বার্কিং এন্ড ডেগেনহ্যামের কাউন্সিলর ফারুক চৌধুরী, নিউহ্যামের কাউন্সিলর আয়শা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, বিবিসিসি লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট বশির আহমদ, বিবিসিসির সাবেক চেয়ার শাহগির বখত ফারুক, বিবিসিসির ডাইরেক্টর মনির আহমদ, ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের সেক্রেটারী শাহনুর খান, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাশ পাশা, মুসলিম প্রফেশাল ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার খালেদ নূর, এনটিভি ইউরোপের চীফ এক্সিকিউটিভ সাবরিনা হোসাইন, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জাকি রেজোয়ানা আনোয়ার, কেনেরিয়ার্ফ গ্রুপের জাকির খান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, ইউকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ব্রিকলেন মসজিদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সভাপতি মির্জা আসহাব বেগ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, কবি শিহাবুজ্জামান কামাল, কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রবাসী সংসদের চেয়ারম্যান শাহ সানোয়ার আহমদ, নিরাপদ সড়ক চাই নিসচার যুক্তরাজ্য শাখার সেক্রেটারী আব্দুল হেলাল চৌধুরী সেলিম, মুসলিম হেলপ এর চেয়ারম্যান আব্দুস ছোবহান, লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টিমের আব্দুর রহিম রঞ্জু।

    অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন।

    ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা ও সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কেএম আবু তাহের চৌধুরী, সাপ্তাহিক বাংলাপোষ্টের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান, সাংবাদিক নজরুল ইসসলাম বাসন, লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বেতার বাংলা সিইও নাজিম চৌধুরী, সাপ্তাহিক বাংলাপোষ্টের সম্পাদক ব্যারিষ্টার তারেক চৌধুরী, সাংবাদিক সাঈদ চৌধুরী, সাপ্তাহিক সুরমার সম্পাদক আহমেদ ময়েজ, বার্তা সম্পাদক আব্দুল কাইয়ুম, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মিডিয়া এডভাইসার সৈয়দ মনসুর উদ্দিন, চ্যানেল এস এর চীপ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরী, ঢাকা রিপোর্টারস ইউনিট এর সাবেক সেক্রেটারী ও চ্যানেল এস এর এক্সিকিউটিভ এডিটর সালেহ শিবলী, মাসিক দর্পন সম্পাদক রহমত আলী, সাপ্তাহিক বাংলা টাইমস এর ইমরান আহমদ, ইউরো বাংলা পত্রিকার সাবেক সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, দি মুসলিম উইকলির মোহাম্মদ সুবহান, সাপ্তাহিক বাংলা সংলাপের সম্পাদক সম্পাদক মোশাহিদ আলী, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মতিয়ার চৌধুরীর, চ্যানেল এসের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খান, বাংলা টিভির রিপোর্টার আব্দুল কাদির মুরাদ, সাংবাদিক আকবর হোসেন, সেলিম রহমান, সালেহ আহমদ, সাংবাদিক ও লেখক আ স ম মাসুম, ইকরা বাংলার হেড অব প্রোডাকশন হাসান হাফিজুর রহমান পলক, ইকরা বাংলার চীফ অব অপারেশন মনিরুল ইসলাম প্রিন্স, পাক্ষিক ব্রিকলেন সম্পাদক উজ্জ্বল দাস, পাক্ষিক ব্রিকলেনের বার্তা সম্পাদক জুয়েল দাস, জহুরুল হক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কলামিষ্ট ডক্টর মুজিবুর রহমান, পন্ডিত ডটকমের জুলফিকার রহমান, ডক্টর রোয়াব উদ্দিন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, কালেকটিভ অব বাংলাদেশ স্কুল গভর্ণর এর প্রেসিডেন্ট শাহনুর আহমদ খান, এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স এসোসিয়েশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন, বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টের চেয়ার সিরাজ হক, সিরাজুল বাছিত চৌধুরী কামরান, ফারুক মিয়া, ব্যাবসায়ী এম এ কাদির, একাউন্টটেন্ট রেদউয়ান আহমদ সোহেল, মাদানী ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি হাজী রইচ আলী, বিশ্বনাথ এইড এর সভাপতি মিসবাহ উদ্দিন, ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার এন্ড স্যোসিয়েল ট্রাষ্টের চেয়ারম্যান আফছর মিয়া ছোট মিয়া, নিউহাম ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি লাকি মিয়া, দশঘর প্রগতি ট্রাষ্টের সাধারণ সম্পাদক মনির আলী, ব্যবসায়ী আহমদ আলী, কাউন্সিলর রাজীব আহমদ, কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর খালিছ মিয়া, কাউন্সিলর হেলাল উদ্দিন, কাউন্সিলর শাহ আলম, কাউন্সিলার মুফতি মিয়া, কাউন্সিলর সাবিনা আক্তার, ব্যারিষ্টার এম এ সালাম, রাজনীতিবিদ আব্দুল হামিদ চৌধুরী, শরিফুজ্জামান চৌধুরী তপন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আহমদ, তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শায়েক আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডস এর সভাপতি ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ, দিরাইÑশাল্লা কালচারাল এসোসিয়েশনের সভাপতি শামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সলিসিটর আব্দুর রব মলিক

    বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম, বিএনপি নেতা কামাল উদ্দিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সেক্রেটারী মলিক সাকুর, স্বেচ্ছাসেবক দল আহবায়ক নাসির আহমদ শাহীন, ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনের সেক্রেটারী আলাউর রহমান খান শাহীন, কমিউনিটি নেতা আকলাকুর রহমান, ব্যবসায়ী আব্দুশ শহিদ, আবেদ রাজা, গ্রেটার সিলেট কাউন্সিল ইষ্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক কুটি মিয়া, বিশ্বনাথ এইড এর সাবেক সভাপতি খালেদ খান, প্রচার সম্পাদক শাহ সোপন, হারিছ আলী, লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টিমের সৈয়দ শাহ সেলিম আহমদ, আব্দুল বাছিত রফি, আবুল হাসনাত, গোলাজার আহমদ, আব্দুল কালাম, বখতিয়ার খান।

    বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুভানুধ্যায়িদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন কমিউনিটিতে ঘটে যাওয়া খবর মুহুর্তের মধ্যে জানতে লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মাত্র ৫ মাসে এই অনলাইন পোর্টাল ব্রিটেন প্রবাসীসহ বিশ্বের বাংলাভাষীদের মধ্যে সাড়া জাগিয়েছে। বক্তারা সংবাদ প্রচারে লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দল মতের উর্ধ্বে উঠে কমিউনিটির অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    এদিকে স্বল্প সময়ের আহবানে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় লন্ডনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।