দেশব্যাপী ২১৪ প্লাটুন বর্ডার গার্ড মোতায়েন

    0
    293

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ফেব্রুয়ারী বিএনপির লাগাতার অবরোধ ও হরতালে সহিংসতা ঠেকাতে রাজধানীসহ দেশব্যাপী আজ বৃহস্পতিবার ২১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও ৭১ প্লাটুন বিজিবি প্রস্তত রয়েছে। এর আগেই চলমান হরতালে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ পর্যন্ত ২০ প্লাটুন বিজিবি রাজধানীতে মোতায়েন ছিল।

    রাজধানী ঢাকায় মোতায়েনকৃত প্লাটুনগুলো দায়িত্ব পালন করবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু অন্যান্য প্লাটুনগুলো ২৪ ঘণ্টার নিরাপত্তায় মোতায়েন থাকবে।

    এ ব্যাপারে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা জানান, বৃহস্পতিবার হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশব্যাপী ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর ৬টা থেকেই বিজিবি টহল শুরু করেছেন। এর মধ্যে রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

    এছাড়া রাজধানীর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২০৮ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ এলাকসমূহের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯৮ প্লাটুন ও বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১০ প্লাটুন বিজিবি।