দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান:ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩অক্টোবরঃ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

    লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় সেখানে সাক্ষাৎ করতে যাওয়া নেতাদের এ কথা বলেন বলেন জানান সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা  সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

    নিউ ইয়র্কে জাতিসংঘের ৭০তম অধিবেশন শেষে শনিবার বেলা ১১টা ২৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ ফ্লাইটটি। এরপর সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। তখন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, “দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বদরবারে বাংলাদেশের মান বৃদ্ধি পাচ্ছে তখন একটা মহল অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।”

    কামরান আহমদ আরও জানান, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

    সাক্ষাৎ শেষে দুপুর সাড়ে ১২টায় একই বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।