দূর্গাপূজা শেষঃশান্তি প্রদানের মধ্যদিয়ে শ্রীমঙ্গলেও প্রতিমা বিসর্জন

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩অক্টোবর,জহিরুল ইসলামঃ সারা দিন প্রস্ততির অবশেষে দেশের অন্যান্য এলাকার সাথে হিন্দু ধর্মাবলম্বিদের প্রতিমা বিসর্জন ও শান্তি প্রদানের মধ্যদিয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে শেষ হয়েছে শারদীয় দূর্গাপূজা।

    শুক্রবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল দূর্গাবাড়ী প্রাঙ্গন থেকে বের হয় প্রতিমা নিয়ে শোভাযাত্রা।

    শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ  আলহাজ্জ  মোঃ আব্দুস শহীদ, উপজেলা চেযারম্যান রনধীর কুমার দেব, মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহজালাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল হক, ডা. হরিপদ রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন রায়, সম্পাদক সুশীল চন্দ, ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন, অজয় দেব, আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু দেব বেবুল প্রমূখ।

    জেলার প্রায় ৮শতাধিক প্রতিমার মধ্যে প্রায় ৫শত প্রতিমা নিয়ে জেলা ও জেলার বিভিন্ন উপজেলা সদরে বের হয় এ শোভাযাত্রা।

     প্রতিমা বিসর্জন শেষে, মন্দিরে শান্তির জল নিয়ে আসা হবে। সন্ধ্যা মণ্ডপে দেয়া হবে, আশির্বাদ। এর আগে, গতকাল নানা আচার-অনুষ্ঠানে পালিত হয়েছে, মহানবমী ও বিজয়া দশমীর পূজা।দেবী দুর্গার আরাধনায়- শান্তি, ঐক্য আর শক্তি কামনা করেন, হিন্দু ভক্ত-অনুসারীরা।আপডেট