দুর্বৃত্তরা চেয়েছিল একটি লাশের রাজনীতি করতেঃউপাচার্য

    0
    245

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০এপ্রিল,ডেস্ক নিউজঃ  ঢাকা বিশ্ববিদ্যালযের উপাচার্য আখতারুজ্জামান বলেছেন, ‌‘দুর্বৃত্তরা চেয়েছিল একটি লাশের রাজনীতি করতে, রক্তের রাজনীতি করতে। এটি একবারেই রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে হত্যাযজ্ঞ চালিয়ে রক্তপাত ঘটিয়ে একটি বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে অচল করা, সরকারকে অচল করা, অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা। এটাই আমার কাছে সকল আলামতে মনে হয়। এর সঙ্গে কোটার কোনো সম্পর্ক নেই।’

    আজ মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাবি উপাচার্যের বাসভবন পরিদর্শনে যাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    উপাচার্য আখতারুজ্জামান বলেন, “সিন্ডিকেট যথার্থই বলেছে, রাত ২টার দিকে যদি পুলিশ-র‌্যাব অ্যাকশনে যেত তবে অনেক প্রাণহানি ঘটতো, যেটি কোনোভাবেই কাম্য নয়- দুর্বৃত্তদের এটাই ছিল প্রত্যাশা।”

    উপাচার্য আরও বলেন, “যারা আমার বাড়িতে প্রবেশ করল তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তারা কিন্তু আমার প্রাণ রক্ষা করেছে। তবে মুখোশ পরা কয়েকজন আমাকে লাঠি হাতে আক্রমণের, আঘাত দেয়ার চেষ্টা করেছে।”