দুবাইতে এক বাংলাদেশীর সততার পুরস্কার

    3
    553

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২আগস্টঃ মৌলভীবাজার জেলার এক প্রবাসী ৩ হাজার ডলার( বাংলাদেশী টাকায় ৪ লক্ষ ২৪ হাজার প্রায়)  তার মালিক কে  ফেরত দিয়ে দেশের সম্মানকে আন্তর্জাতিক অঙ্গনে  অক্ষত রাখলেন। জানা গেছে  ব্যাংক থেকে  দেরহামে  রূপান্তরিত করতে  ভুল বশত  ৩ হাজার ডলার  বেশী  দিয়ে দেন  কোম্পানির ম্যানেজার।

    ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ দুপরে ।স্থানীয় একটি  ব্যাংকে  ডলার  ভাঙাতে গিয়ে ওই বাংলাদেশী দেখলেন ৩ হাজার ডলার বেশী । তাৎক্ষণিক  ওই  বাংলাদেশী ডলার নিয়ে মালিকের কাছে  ফেরত দেন । রানার ট্রেডিং নামে একটি নামকরা  চাইনিজ কোম্পানি যা  আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। সেখানে  বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশী  শ্রমিকরা ও কাজ করে থাকে ।

    বরাবরের  মত ওই কোম্পানিতে ও বাংলাদেশীদের মুখ উজ্জল করলেন   মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ইছবপুর গ্রামের হাজি মো: ছনু মিয়ার ছেলে মোঃ আহাদ  মিয়া ।

    ওই কোম্পানির বাংলাদেশী এক শ্রমিক জানান- ঘটনার সাথে সাথে কোম্পানির কর্তারা মিটিং করেন এবং আহাদের সততার জন্যে তাকে  ৪০০ দিরহাম  ( বাংলাদেশী টাকায় ৮হাজার ৫০০ টাকা প্রায়) বেতন বাড়িয়ে দেন। বর্তমানে তার বেতন প্রায় ৮৭ হাজার টাকা।