দু’পক্ষের ওয়াজ মাহফিল নিয়ে চুনারুঘাটে উত্তেজনা

    1
    616
    আমারসিলেট24ডটকম,৩০মেঃ বির্তকৃত আব্বাসীর ওয়াজ মাহফিল নিয়ে চুনারুঘাটে দু’পক্ষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দূর্গাপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আগামী পহেলা জুন রবিবার স্থানীয় দূর্গাপুর বাজারে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলে কোরআন হাদিস বিদ্ধেষী বক্তব্য দানকারী মাওলানা এনায়েত উল্লা আব্বাসী এই মাহফিলের প্রধান অতিথি হওয়ায় এবং তাকে দাওয়াত করায় দূর্গাপুরসহ উপজেলার সুন্নী মুসলমানগণ ফুসে উঠেছেন। ওই দিন স্থানীয় দূর্গাপুর বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে অপর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এলাকাবাসী সূত্র জানায়। এ নিয়ে দু’পক্ষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে।
    যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে। উল্লেখ্য যে, গত ১১ মার্চ উপজেলার আমুরোড এলাকার মৌলভী ইকবাল মিয়ার বাড়ীতে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ মাহফিলে এনায়েত উল্লা আব্বাসী জৈনপুরী প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির আলোচনা রাখতে গিয়ে এনায়েত উল্লা আব্বাসী নবী করিম সাল্লাল্লাহু তায়ালা আলাইহে ওয়া সাল্লাম এর শানের বিরুদ্ধে কুরুচি পূর্ণ এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে শুরু করলেন। এ সময় স্থানীয় সুন্নী জনতা এর প্রতিবাদ করে ফুসে উঠে। এর ধারাবাহিকতায় ওই আব্বাসীর বিরুদ্ধে আমুরোড বাজারসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং আব্বাসীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।